আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চাটি মহিরুন্নেছা-ছানোয়ার খান মানবতার কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ জুলাই) সকাল ১১টায় ফাউন্ডেশনের উদ্যোক্তা ব্রিগেডিয়ার জেনারেল খান মোহাম্মদ বায়েজিদ এর উপস্থিতিতে তারই পিতা সাবেক আদর্শ শিক্ষক আলহাজ্ব ছানোয়ার খান এর সভাপতিত্বে কামরুল ইসলাম এর সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর সভার মেয়র সাইফুর রহমান সাইফার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মুফতি মাওলানা মাহবুবুর রহমান আজাহারী, হাফেজ মওলানা হাফেজউল্লাহ, সিকদার শহিদুল ইসলাম বাবলু,আবুল কাশেম মন্ডল, আলহাজ্ব ওবায়দুর রহমান,আলহাজ্ব গোলাম ছরোয়ার, আলহাজ্ব আবুল খায়ের মল্লিক,মনির হোসেন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক চিকিৎসা সেবা প্রত্যাশী মানুষ প্রমূখ।
ফাউন্ডেশন এর সভাপতি আলহাজ্ব ছানোয়ার খান বলেন, আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে সুবিধা বঞ্চিত মানুষের জন্য চিকিৎসা সেবা যেমন- গাইনী, ডায়াবেটিস, শিশুরোগ ও সাধারণ চিকিৎসা সেবা দিয়ে থাকি এবং সেই সাথে গরীব ছাত্র ছাত্রীদের লেখা পড়ার জন্য সুযোগ সুবিধা, শীত কালে শীতবস্ত্র বিতরণ করে থাকি।
পৌর সভার মেয়র সাইফুর রহমান সাইফার বলেন, এটা একটা ভাল উদ্যোগ কোন কিছুর প্রয়োজন হলে আমিও আপনাদের সাথে সেই কাজে শরীক হতে চাই।
অনুষ্ঠান শেষে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে এর ডাক্তার আশিকুর রহমান মাসুদ রোগীদের চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করেন।