আজিজুর রহমান দুলালঃ নদীমাতৃক বাংলায় সময়ে বিবর্তনে আর কালের পথ পরিক্রমায় নৌকা বাইচের সংস্কৃতি হারিয়ে যাওয়ার উপক্রম। তাই হাজার বছরের গ্রাম-বাংলার প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
থৈ থৈ জলের তালে তালে গ্রাম বাংলার গান আর মাঝি-মাল্লার বৈঠার ছন্দ মাতিয়ে তোলে মধুমতির ঢেউতে আর সেই তালে তাল মেলাতে নৌকা বাইচ দেখতে বিশাল বিস্তৃত মধুমতির পাড়ে হাজারো দর্শনার্থীর ঢল। এ নৌকা বাইচকে কেন্দ্র করে গ্রাম্য মেলাও বসে।
শুক্রবার(১৪ অক্টোবর) বিকালে উপজেলার রুদ্রবানা চায়না মিলের সামনে মধুমতি নদীতে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত।
উপজেলার বানা ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতা উদ্বোধন করেন আলফাডাঙ্গা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান সাইফার।
বানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ওসি ওয়াহিদুজ্জামান,পাচুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রমুখ।
বানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ বলেন, নৌকা বাইচে হাজার হাজার মানুষের মিলন মেলায় উৎসব মূখর পরিবেশের সৃষ্টি হয়। বাইচে ছোট-বড় সাতটি নৌকা অংশ নেয়। বাইচে প্রথম স্থান অধিকার করেন কালীসংকরপুরের কবির মোল্লা নৌকা,দ্বিতীয় হরেকৃষ্ণপুরের আতর মোল্লার নৌকা,তৃতীয় হন মহম্মদপুরের আতিক হাসানের নৌকা, চতুর্থ হন বানা গ্রামের নেছার শেখের নৌকা ও পঞ্চম স্থান অধিকার করে মাকড়াইলের মোজাম্মেল হোসেনের নৌকা। বিজয়ীদের মাঝে আকর্ষণী পুরস্কার বিতরণ করা হয়।