আজিজুর রহমান দুলাল: ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার কাশিয়ানী রোড়ে ইছাপাশা এলাকায় দোকানের সংঙ্গে ধাক্কা লেগে মোঃ শফিকুল খান (৫২) নামে মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন (ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার আনুমানিক সকাল ৮টার সময় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় আহত হয়েছে গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোনায়েম খান (৫০)। নিহত মোঃ শফিকুল খান, উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত্যু গনি খার বড় ছেলে। তিনি গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং কামার গ্রাম কাঞ্চন একাডেমির অভিভাবক সদস্য। আহত মোনায়েম খান জানান, কাশিয়ানী থেকে মটর সাইকেল যোগে ইফতারের বাজার করে আসার সময় আলফাডাঙ্গা উপজেলা ইছাপাশা গ্রামে রাস্তার পাশে থাকা দোকানের সাটার ভেঙে আমাদের গাড়িটি ভিতরে ঢুকে পড়লে স্থানীয় লোকজন এসে আমদের উদ্ধার করে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার- মোঃ শফিকুল খানকে মৃত্যু ঘোষণা করেন। মৃত্যুকালে স্ত্রী, ২ সন্তান ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন শফিকুল খাঁন শফি। আওয়ামীলীগ নেতা শফিকুলের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ আব্দুর রহমান।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোনায়েম খানকে সাময়িক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।