আজিজুর রহমান(ফরিদপুর) প্রতিনিধিঃ গত ১৬ মার্চ মঙ্গলবার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় নানা অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা মাধ্যমে পাঁচ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর বাজার ও পৌরসভায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম।
আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর বাজারে ওজনে কম দেওয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন- ২০১৮ এর ২৯ ধারা লঙ্ঘন করায় ৪৬ ধারায় ব্যবসায়ী শ্রিবাস কুন্ডুকে ১০,০০০ টাকা এবং আকবার হোসেনকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৩৯ ধারা লঙ্ঘন করায় গোপালপুর বাজারের ওসমান খাঁন ও নবীর কাজীকে ১০,০০০ টাকা করে দু’জনকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। একই আইনে আলফাডাঙ্গা পৌরসভার ভোজ ফুড পার্কের মালিক আসলাম মোল্যাকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম জানান, নানা অনিয়মের কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচ ব্যবসায়ীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এসব অভিযান অব্যাহত থাকবে।