আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় ভূমি সেবা সপ্তাহ -২০২২’ এর শুভ উদ্ভোদন অনুষ্ঠিত হয়েছে।
গত ১৯ মে (শুক্রবার সকাল) ১১টায় আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিন উদ্দিনের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা ভূমি অফিস কার্যালয়ে ফিতা কেটে ভূমি সেবা সপ্তাহ-২০২২ -এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আজাদুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক মোঃ মোস্তফিজুর রহমান, সিনিয়র শিক্ষক আবুল বাসার, ভূমি অফিস সহকারী পলাশ শেখ,পৌর এবং ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
প্রধান অতিথি রফিকুল হক বলেন,সকল ভূমির মালিকদেরকে সরকার প্রদত্ত সহজলভ্য ডিজিটাল ভূমি সেবা গ্রহণ করতে অনুরোধ জানান এবং ভূমি অফিসের প্রতারক চক্র সহ অসাধু কর্মকর্তা-কর্মচারীদের ফাঁদে না পড়ে কেবলমাত্র সরকার কর্তৃক নির্ধারিত ফি দিয়ে ভূমি সেবা গ্রহণ করতে সকলকে আহ্বান জানান।
এবং সকল কর্মকর্তা-কর্মচারীদেরকে সেবা প্রত্যাশীদের সাথে শালীনতা বজায় রেখে দ্রুততার সহিত সেবা প্রদান করার নির্দেশনা দেন।