ফরিদপুর জেলা প্রতিনিধিঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় শরীফ মেডিকেল হল এন্ড ডেন্টাল কেয়ার এর মালিক মামুন-অর-রশিদ নামে এক ভুয়া ডাক্তারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক।
বুধবার ৬ এপ্রিল দুপুর ১ টায় আলফাডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ রায় দেওয়া হয়। দীর্ঘদিন যাবত বোয়ালমারী উপজেলার দেউলী গ্রামের হারুন-অর-রশিদের ছেলে মো. মামুন-অর-রশিদ অবৈধ ভাবে ডাক্তার পরিচয় দিয়ে কোন সনদ ছাড়াই রোগী দেখে আসছিল। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আজ বিকাল ৪ টা তাকে ফরিদপুর জেল হাজতে প্রেরন করেন।
Drop your comments: