আজিজুর রহমান দুলালঃ ছাগল পালনে অর্থ আয়; খাদ্য পুষ্টি সবই জোগায়’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় দিনব্যাপী উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল এক্সিভিশন ও পুরস্কার বিতরণ এবং প্রদর্শনী মেলার আয়োজন করা হয়।
সোমবার (২০ জুন) বিকাল ৩টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল
৩০ জন খামারিকে নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করেন। এদের মধ্যে দুই জন খামারিকে পাঠা ছাগল ক্যাটাগরি ও ছাগী ছাগল ক্যাটাগরিতে ২৪ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার দেওয়া হয় এবং অন্যান্য খামারিদের মাঝে ছাগলের খাবার, বাচ্চার জন্য দুধ, কৃমিনাশক, মিনারেল ও ভিটামিন বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমির হামজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল্লাহ্ মো. আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ প্রশিক্ষক কর্মকর্তা ডা. এ কে আসজাদ, ভেটেরিনারি কর্মকর্তা ডা. মনমথ কুমার সাহা, লাইভস্টক এক্সটেনশন কর্মকর্তা ডা. শুভ সরকার, এক্সটেনশন কর্মকর্তা ডা. আব্দুস সালাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রিপন প্রসাদ সাহা, উপজেলা মৎস কর্মকর্তা সুমন লাল দেবনাথ, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।