আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২১-২২ এর আওতায় আলফাডাঙ্গা উপজেলায় ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দিনব্যাপী আলফাডাঙ্গা উপজেলার আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জেলা ক্রীড়া অফিস ফরিদপুর এ অনুষ্ঠানের আয়োজন করে।
ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষ এককে শিরগ্রাম উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন, রানারআপ জাবেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউট। বালক দ্বৈত ঃ চ্যাম্পিয়নঃ নোয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়,রানারআপঃ শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়। বালিকা দ্বৈত ঃ চ্যাম্পিয়নঃ আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়,রানারআপঃ জাবেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউট।
বালিকা এককেঃ চ্যাম্পিয়নঃ আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, রানারআপঃ জাবেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউট।
প্রতিযোগিতা শেষে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওয়াহিদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আউয়াল আকন উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, ক্রীয়া শিক্ষক রফিক হোসেন তালুকদার, দিনব্যাপী এ অনুষ্ঠানের উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,অভিভাবক ,
শিক্ষকসহ সুধীজন উপস্থিত ছিলেন।