আজিজুর রহমানঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতার দিবসের মাসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা পদক প্রদান করেছে গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ।
সোমবার বিকালে গোপালপুর বাজারের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক। অনুষ্ঠানটি উদ্বোধন করেন, বাংলাদেশ পুলিশের সাবেক এআইজি বীর মুক্তিযোদ্ধা মালিক খসরু।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ফরিদপুর জেলা কৃষকলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য শেখ শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সোজা, সহ-সভাপতি ইকবাল হাসান চুন্নু ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান,
এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা, সাবেক সিবিএ নেতা বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, গোপালপুর ইউপি চেয়ারম্যান ইনামুল হাসান, গোপালপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোয়াজ্জেম হোসেন প্রমূখ। আলোচনা সভা শেষে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের হাতে সন্মাননা পদক প্রদান করা হয়। এ অনুষ্ঠানটি পরিচালনা করেন গোপালপুর ইউপি সদস্য ওবায়দুর রহমান।