আজিজুর রহমান দুলালঃ “ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২২ পালিত হয়েছে।
১৫ মার্চ (মঙ্গলবার) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) এর সহযোগিতায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালী শেষে সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিনি হলরুমে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মহিন উদ্দীনের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আউয়াল আকন এর পরিচালনায় বক্তব্যে দেন,উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ আমীর হামজা, ডাঃ নাজমুল হোসেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা,
মৎস কর্মকর্তা সুমন লাল দেবনাথ,বনিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাছেল, সমকালের সাংবাদিক ইকবাল হোসেন,ক্যাবের সভাপতি কবির হোসেন প্রমূখ।
প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ আমীর হামজা ভোক্তা অধিকার আইন প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে কিভাবে কাজ করতে হবে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানের সভাপতি সহকারী কমিশনার ভূমি মহিন উদ্দীন বলেন, আমাদের সবাইকে বিশ্ব ভোক্তা অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। দ্রব্য মূল্যের দাম বাজার দামের চেয়ে অতিরিক্ত নিলে অবশ্যই আমাকে জানাবেন আমি তার বিরুদ্ধে ব্যবস্হা গ্রহন করবো।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান,প্রেস ক্লাবের সহ সভাপতি আসাদুজ্জামান টুনু, দৈনিক আমাদের সময় পত্রিকা আলফাডাঙ্গা প্রতিনিধি আজিজুর রহমান, দৈনিক দিন কালের সাহারিয়ার হোসেন,কালের চাকা পত্রিকার সাংবাদিক মনির হোসেন, মিয়া রাকিবুল এবং মহিলা নেত্রী নাজনীন উপস্থিত ছিলেন।