আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় মোটরসাইকেল আরোহীদের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়েছে। সোমবার (৭ নভেম্বর) বিকালে থানা পুলিশের পক্ষ থেকে আলফাডাঙ্গা পৌর সভার জিরোপয়েন্টে থেকে এ হেলমেট দেওয়া হয়।
ফরিদপুর জেলার পুলিশ সুপার শাহাজাহান পিপিএম এর নেতৃত্বে ট্রাফিক সচেতনতায় বৃদ্ধির লক্ষে, হেলমেট বিতরন করেন, আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু তাহের। তিনি নিজেই মোটরসাইকেল আরোহীদের মাথায় হেলমেট পরিয়ে দিয়ে তা ব্যবহারের অনুরোধ জানান।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, হেলমেট না পরার কারণে দুর্ঘটনার শিকার হয়ে অনেক লোকজন মারা যাচ্ছে । অনেকে গুরুতর আহত হয়েছে। নতুন সড়ক আইনে হেলমেট না পরার অপরাধে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হচ্ছে। তারপরও সচেতনতা সৃষ্টি হচ্ছে না। আগামীতে হেলমেট না পরলে এ বিষয়ে কঠোর হয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।