জনপদ ডেস্ক: ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠন সমূহের কর্মী সভাকে কেন্দ্র করে মোহাম্মদ বাশারুল বারীর সংবাদ সম্মেলন এর বিরুদ্ধে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে বিএনপি ও অঙ্গসংগঠন সমূহের নেতা কর্মীরা।
গতকাল ২৬ নভেম্বর(বৃহস্পতিবার)সন্ধ্যা ৬টার আলফাডাঙ্গা উপজেলা বিএনপির অফিসে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাশারুল বারীর সংবাদ সম্মেলনের বিরুদ্ধে বিএনপির উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান লিখিত বক্তব্য সাংবাদিক পাঠ করে শুনান।
তিনি বলেন,জেলার নেতৃবৃন্দ আলফাডাঙ্গা ত্যাগ করার পর নেতৃদের বিরুদ্ধে বাশারুল বারী প্রেস কনফারেন্সে যা বলেছেন, তা সম্পূর্ন মিথ্যা,বানোয়াট ও আপত্তিকর।যাহা সংগঠনের জন্য রাজনীতি বহির্ভূত, দলীয় শৃঙ্খলা পরিপন্থী। নিঃসন্দেহে এটা দলের ভাবমূর্তি
নষ্ট ও জেলা নেতৃবৃন্দের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। আমরা উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠন সমূহের পক্ষ থেকে তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির উপজেলার সাধারণত সম্পাদক মিয়া আকরামুজ্জামান, পৌর বিএনপির আহবায়ক আঃওহাব মিয়া,পৌর যুগ্মআহবায়ক রবিউলহক রিপন প্রমূখ।