আজিজুর রহমান দুলালঃ আলফাডাঙ্গায় বি সি ডি এস এর সম্মেলন অনুষ্ঠিত।
সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা মিলনায়তনে বাংলাদেশ কেমিষ্টস এন্ড ড্রাগিষ্টস সমিতির সদস্যদের নিয়ে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মোঃ হারুনুর রশীদের সভাপতিত্বে ও চায়না রানী সাহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ.কে.এম জাহিদুল হাসান জাহিদ, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর BCDS এর সভাপতি মোঃ মাজহারুল আলম চঞ্চল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু তাহের,উপজেলা পঃপঃ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচালক ডাঃ মোঃ নাজমুল হাসান, ফরিদপুর জেলা শাখার কার্যকরি সদস্য কামরুল ইসলাম চৌধুরী, উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি তার বক্তব্যে সকল ঔষধ ব্যবসায়ী ও রেজিস্ট্রার্ড ফার্মাসিস্টদের নানা দিক নিয়ে নির্দেশনা দেন এবং সকল ঔষধ ব্যবসায়ীদের কে অনুরোধ করে বলেন যে, ঔষধ কোম্পানীর নির্ধারিত মুল্যের বাহিরে দাম না নেওয়া, নকল, ভেজাল, মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদন হীন ঔষধ বিক্রয় না করা, চিকিৎসকের প্রেসক্রিকসন ছাড়া ঔষধ বিক্রয় না করা এবং ঔষধ কোম্পানীর বিক্রয় বিধি ও সরকারি বিক্রয় বিধি মেনে ঔষধ বিক্রয়ের অনুরোধ জানান।
উক্ত মত বিনিময় অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক সহ উপজেলার ১২৬টি ফার্মেসীর মালিকগন উপস্থিত ছিলেন।