আজিজুর রহমান দুলাল: ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় ২৯ ডিসেম্বর পৌর-নির্বাচনে উপজেলা যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপনকে মেয়র হিসেবে দেখতে চান গ্রামবাসী।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকালে নওয়াপাড়া হাইস্কুল মাঠে আবুল হোসেন মোল্লার সভাপতিত্বে লাভলু মাষ্টারের পরিচালনায় সমস্ত গ্রামবাসী একমত হয়ে হাসমত হোসেন তালুকদার তপনকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
এ সময় বক্তব্য রাখেন, সাবেক মেম্বার হেমায়েত হোসেন তালুকদার, বাবু মোল্লা, শেখ আকরাম হোসেন, সৈয়দ ইকবাল হোসেন বাবু,আব্দুর রাজ্জাক খোকন, মোঃ রফিক হোসেন তালুকদার, স্বপন সিকদার, সৈয়দ দাউদ আলী, তাস মোহাম্মদ, দেনায়েদ সরদার, মোঃ মোরাদ মিয়া, কমিশনার আজিজুর রহমান, আসাদ তালুকদার,মোঃ হেমায়েদ মোল্লা, মোঃ তুহিন মোল্লাসহ অনেকে বক্তব্য রাখেন।
সকলের বক্তব্যে একটা কথাই উঠে এসেছে, আমাদের গ্রামে প্রায় ২২ শো ভোট, অথচ আমরা একটা মেয়র প্রার্থী দিতে পারি না,এর চেয়ে বড় লজ্জা হতে পারে না। ৩০০ ভোটের মালিক হয়ে তারা মেয়র হতে পারে। আমরা কেন মেয়র প্রার্থী দিয়ে মেয়র হতে পারবো না। আমরা একক ভাবে দলমত নির্বিশেষে কাজ করলে অবশ্যই সম্ভব।