আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় ২৯ ডিসেম্বর পৌরসভা ও তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১৮৮ জন প্রার্থীর মাঝে বিভিন্ন প্রতীক বরাদ্দ সম্পন্ন করা হয়েছে।
রোববার (১১ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মাদ হাবিবুর রহমান ও তিনটি ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মনজুরুল আলম প্রার্থীদের মাঝে এসব প্রতীক বরাদ্ধ ঘোষণা করেন। প্রতীক বরাদ্দের সময় প্রত্যেক ইউনিয়নের প্রার্থী-সমর্থকদের মনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।
আলফাডাঙ্গা পৌরসভায় মেয়র পদে ৩ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন করা হয়।
আলফাডাঙ্গা পৌরসভায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী এ কে এম আহাদুল হাসান (জগ), মো. আলী আকসাদ (নারিকেল গাছ) ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. সাইফুর রহমান (নৌকা) প্রতীক।
৩নং আলফাডাঙ্গা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আশিকুর রহমান (আনারস), মোহাম্মাদ মনিরুজ্জামান (চশমা), মো. আঃ রাজ্জাক শেখ (মোটরসাইকেল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. ছোবান শেখ ছুবাহান (হাতপাখা) ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোহরাব হোসেন বুলবুল (নৌকা)।
২নং গোপালপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইনামুল হাসান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো. সাইফুল খান (চশমা) ও রুপালী পারভীন (আনারস)।
১নং বুড়াইচ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবু মুসা (টেলিফোন), বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল আলীম খান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আহসান উদৌলা (চশমা), মো. আব্দুল ওহাব মিয়া (আনারস), মো. জাহাঙ্গীর আলম (মোটরসাইকেল) ও মো. তোকাম্মেল হোসেন (টেবিল ফ্যান)।
এছাড়া একইদিন উপজেলার ৩টি ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা ৩৫ জন ও সাধারণ সদস্য পদে ৯৩ জন প্রার্থীদের মাঝেও উপজেলা নির্বাচন অফিস বিভিন্ন প্রতীক বরাদ্ধ সম্পন্ন করেন।
আলফাডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার শামীম আহমাদ বলেন, ‘আলফাডাঙ্গা পৌরসভা ও উপজেলার তিনটি ইউনিয়নে তিনটি পদে বৈধ ১৮৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ শেষ হয়েছে । প্রতীক বরাদ্দের পর পর প্রত্যেক প্রার্থী তার নির্বাচনী এলাকায় নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালাতে পারবেন। যদি কোন প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হয় তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’