আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৩ জানুয়ারি রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, সচিব, উদ্যাক্তাসহ গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়ের পর জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে গতকাল সোমবার বেলা ১১ টার দিকে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি উপজেলার উন্নয়নে সার্বিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ তালুকদার, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আহাদুল হাসান আহাদ,যুগ্ম সম্পাদক আব্দুল আলিম সোজা, দপ্তর সম্পাদক সেলিম রেজা, ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন। যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপন,যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, জানে আলম জনি। ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার, আওয়ামীলীগ যুবলীগ, ছাত্র লীগের, নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।