আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ৩টি ইউনিয়নে ৪র্থ ধাপে আগামী ২৩ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখে গোপন সংবাদের ভিত্তিতে সাম্ভাব্য বড় ধরনের সহিংসতা এড়াতে আলফাডাঙ্গা থানার ওসি ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে উপজেলার টগরবন্দ ইউনিয়নের চাপুলিয়া গ্রামে বিভিন্ন বাড়ীতে অভিযান চালায় পুলিশ।
এসময় বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকাল ৫ টার সময় থানার ওসি ওয়াহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
থানায় গিয়ে দেখা যায়, উদ্ধারকৃত দেশীয় অস্ত্রগুলোর মধ্যে রয়েছে- ৩টি ঢাল, ৯টি টেঁটা, ১টি বড় আকারের রামদা,৩টি হাইসো, বাঁশের তৈরি লোহাযুক্ত কালি ৩টি ও ১১টি (কাতরা) বল্লমসহ বিপুল পরিমাণ লাঠি।
থানা সূত্রে জানা গেছে, বেশ কিছু বাড়ীতে এ ধরণের আরো অস্ত্রের তথ্য পাওয়া গেছে, তাই আগামি সোমবার (২২ নভেম্বর) সকাল ১০টায় উক্ত এলাকাবাসীকে নিজ নিজ দায়িত্বে টগরবন্দ ইউনিয়নের পানাইল বাজারে বিট পুলিশিং কার্যালয়ে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। পরবর্তীতে ঐ এলাকায় কোন ধরণের অস্ত্র উদ্ধার করা গেলে দেশীয় অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন।