আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় ৪র্থ ধাপে ৩ টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে আগামী ২৬শে ডিসেম্বর (রবিবার) । নির্বচনকে কেন্দ্র করে প্রার্থীরা যেন সহিংসতায় না জড়ায়, আইন শৃংখলা বজায় রাখেন এবং নির্বচনী আচরণ বিধি মেনে চলেন সে লক্ষ্যে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা করেছেন ফরিদপুর জেলার জেলা প্রশাসন।
সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা হলরুমে এ সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আওয়াল আকনের সঞ্চলনায় আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অতুল সরকার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফরিদপুর পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, সহকারী পুলিশ সুপার শুভঙ্কর, সিনিয়র জেলা নির্বাচন কমিশন মোহাম্মদ হাবিবুর রহমান,থানা অফিসার ইনচার্জ ওহিদুজ্জামান,উপজেলা নির্বাচন অফিসার সামিম আহমেদ প্রমূখ। এ সময় ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার এবং সংরক্ষিত মহিলা আসনের সদস্যরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের প্রধান এবং টগরবন্দ, বানা ও পাচুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা আসনের সদস্য-সহ সকল প্রার্থীরা সভায় উপস্থিত ছিলেন।