আজিজুর রহমান দুলালঃ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের আলফাডাঙ্গায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছেন। এ ঘটনায় চারজন মহিলা-সহ ১১ জনকে আটক করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ। গত ১৯ জানুয়ারী(মঙ্গলবার) ৩টার দিকে আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের বেজিডাঙ্গা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায় , ওই এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলমগীর (৫৫)পিতা মৃত ইমান আলী সাথে একই গ্রামের বাসিন্দা দবির ডাক্তার (৬০) পিতা-মৃত ওয়াজেদ শেখ গ্রুপ দ্বয়ের মধ্যে গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে বিকাল ৩টায় দুই পক্ষের দুই শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হামলায় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ২জন আহত হলেও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান একেএম আহাদুল হাসান আহাদ বলেন, এটি রাজনৈতিক বিরোধজনিত কোন ঘটনা নয়। এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরেই ওই দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।
সহকারী কমিশনার ভুমি মোঃ মাহবুবুল আলম এর উপস্থিতিতে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়াহিদুজ্জামান পুলিশদের কে সাথে নিয়ে ঘটনাস্থল থেকে ৪ জন মহিলাসহ ১১জনকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওয়াহিদুজ্জামান বলেন, আজ মঙ্গলবার মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থল থেকে দুই পক্ষের মহিলা সহ ১৫ জনকে আটক করেছি।
ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে আলফাডাঙ্গা উপজেলার এসি ল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মাহবুবুল আলম
৮ জনকে ৫৫ হাজার টাকা জরিমানা এবং ৭জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।