আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চর কুচিয়াগ্রামে ১৬ নভেম্বর (সোমবার) সকাল আনুমানিক ভোর ৫.৪০টার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আব্দুর রহমান জিকো গ্রুপ এবং উজ্জ্বল গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা হওয়ার হয়। জনৈক উজ্জল (৪০) পিতা- শের মোহাম্মদ ও আব্দুর রহমান (জিকো) (৪২) পিতা- মৃত নুর মোহাম্মদ শেখ গ্রুপের মধ্যে পূর্বে হইতে গ্রাম্য অধিপত্ত বিস্তার ও জমিজমা দখল করাকে কেন্দ্র করিয়া দীর্ঘ দিন বিরোধ চলিয়া আসিতেছে। কুচিয়াগ্রাম বটতলা বাজারের পাশে সম্পত্তিতে উজ্জল শেখের পড়ে থাকা টিনের একচালা ছাপড়া ঘর, আব্দুর রহমান (জিকো) গুরুপের লোকজন ভোর অনুমান ০৫.৪০টার সময় উক্ত একচালা ভাঙ্গা ছাপড়া ঘর চর কুচিয়াগ্রামের মোঃ ইছানুর শেখ পিতা- আক্তার শেখ ও এনামুল পিতা- মৃতর রওশন ফকিরের জায়গায় নিয়ে রাখে। উক্ত সংবাদ উজ্জল গ্রুরুপের লোকজন জানতে পারিয়া ঘর উদ্ধাররের জন্য ভোর অনুমান ০৬.৩০ ঘটিকা সময় আলফাডাঙ্গা থানাধীন চর কুচিয়াগ্রামের আব্দুর রহমান (জিকো) (৪২) পিতা- মৃত নুর মোহাম্মদ শেখ এর বসত বাড়ীর দক্ষিন পাশের মাঠে উপস্থিত হইলে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ঘটনার সংবাদ পাইয়া এস আই জাহাঙ্গীরসহ থানার অন্যান্য অফিসার ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হইয়া ০৯ জন আসামীকে গ্রেফতার করিলে উভয় পক্ষের লোকজন পালাইয়া যায়। মারামারিতে উভয় পক্ষের ৭জন আহত হয়ে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।আহতরা হলেনঃ জিকো গ্রুপের ১। বাকিয়ার (৫০) পিতা- আরিফিন ২। ইছানুর শেখ (৪০) পিতা- আক্তার ৩। ছাইদ ফরিক (৪৫) পিতা- রওশন ফকির ৪। মহাজন শেখ (৫২) পিতা- মৃত আরিফিন শেখ এবং উজ্জল গ্রুপের ১। মিন্টু শেখ (৪০) পিতা- আজিজার শেখ ২। টেপু শেখ (৫২) পিতা- মৃত মোকলেস শেখ ৩। দেওয়ান (৩০) পিতা- নুর মোল্যা সর্ব সাং- চর কুচিয়াগ্রাম
উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবুল ইসলাম,এবং আলফাডাঙ্গা থানা পুলিশের এস আই মঞ্জুরের নেতৃত্বে ৯ জনকে ঘটনা স্থান থেকে আটক করে। উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবুল ইসলাম দন্ড বিধি ১২৬০ এর ১৪৭ ধারায় মোবাইল কোটের মাধ্যমে ৭ জনকে ২০ দিনের জেল দেওয়া হয়েছে এবং ২ জন ছাত্রের পরিক্ষা থাকায় ১০ হাজার জরিমানা করে করেন মুচলেকা নিয়ে ছেড়ে দেন। আসামিরা হলেনঃ উজ্জ্বল গুরুপের শেখ মো. আব্বাসউদ্দীন (৫২) পিতা মৃত্যু আলাউদ্দিন, মো.দিলু খান (৪০)পিতা মৃত্যু সার্জ্জন খান,টুলু মোল্লা (২৯) পিতা মাহাফুজুর মোল্লা, ওবায়দুর রহমান (৩৫) পিতা মৃত্যু মকলেছুর রহমান।
জিকো গুরুপের মঞ্জুর হোসেন (৫০) পিতা মৃত্যু আহম্মেদ হোসেন, লিটন ফকির (৩৫)পিতা মৃত্যু ফজর ফকির,পিকুল বিশ্বাস (৩৭) পিতা হাসান বিশ্বাস।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, এলাকার আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হইয়াছে। কোন পক্ষ্যের নিকট হইতে কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হইবে।