
আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইয়াসমিন বেগম (৩৫) নামে এক মহিলাকে বাশের লাঠি, লোহার রড দিয়ে জখম করেছে ফরিদ খান(৫২) গংরা। ঘটনাটি ঘটেছে উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে। ইয়াসমিন বেগম বর্তমানে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আবস্থায় আছেন। আহত মহিলা বুড়াইচ ইউনিয়নের ৬ নং ওয়াডের সদস্য মোঃ মিটু মোল্ল্যার স্ত্রী।
মেম্বার মিটু মোল্ল্যা জানান, গত ৩রা মার্চ বিকাল আনুমানিক ৪ঃ৩০ টার সময় আমাকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে এসে অকথ্য ভাষায় গালাগালি করলে, আমার স্ত্রী পতিবাদ করলে ফরিদ শেখ হত্যার হুমকি দেন এবং বলেন যত টাকা লাগে আমি খরচ করবো। দরখাস্তের মাধ্যমে যানা যায়, ওহিদ শেখ (৪২) ও জমির শেখ (৩৫) টানাহেচড়া,শ্লীলতাহানির চেষ্টা করে ঠিক ঐ সময় এরশাদ শেখ (৩২) এসে রড এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে মাথার মাঝখানে কেটে রক্ত বের হতে থাকে,সিরাজ মোল্যা (৩৫) পা কেটে ফেলার উদ্দেশ্যে ডান পায়ে কোপ দিলে পা কেটে রক্ত বের হতে থাকে। সংবাদ পেয়ে আমি দূরত বাড়িতে আসার সাথে সাথে আমাকে ঘিরে ফেলে, কিল-ঘুষি মারতে থাকে। আমার ঘর বাড়ি লুটপাট করে নিয়ে যায়, ঘরে থাকা ১ ভরি ওজনের স্বর্নের চেইন, নগদ টাকাসহ ৩,৭৫,০০০/- টাকার ক্ষতি সাধন করে। আমাদের চিৎকার শুনে আসেপাশের লোকজন ছুটে এসে গুরুত্বও জখম ইয়াসমিন বেগম এবং আমাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তিনি আরও বলেন, ২০ জনকে আসামি করে থানায় একটি দরখাস্ত করা হয়েছে।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওয়াহিদুজ্জামান বলেন,দরখাস্ত পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইন আনুক ব্যবস্থা গ্রহন করা হবে।