আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে ৩ নং ওর্যাড থেকে ফারুক খান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিসি ক্যামেরা মনিটরিংসহ ইভিএমের মাধ্যমে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ফরিদপুর জেলার আলফাডাঙ্গা কেন্দ্রের জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ।
এ ৩ নম্বর কেন্দ্রে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন প্রার্থী। এদের মধ্যে মোঃ ফারুক খাঁন সদস্য পদে অটোরিক্সা প্রতীক নিয়ে ৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ শহিদুল ইসলাম হাতী মার্কা নিয়ে পেয়েছেন ২৮ ভোট। মোঃ তরিকুল তালা মার্কা নিয়ে ২৪ ভোট,মোঃ সেলিম রেজা টিউবওয়েল মার্কা নিয়ে ৪ ভোট এবং ছাত্র লীগের নেতা নওফেল ঘুড়ি মার্কা নিয়ে পেয়েছেন ৩ ভোট।
প্রিজাইডিং অফিসার সুমন লাল দেবনাথ সাংবাদিকদের বলেন, আলফাডাঙ্গাতে এবারই প্রথম সিসি ক্যামেরা মনিটরিংসহ ইভিএমের মাধ্যমে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনকে সুষ্ঠু করতে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হয়েছে।