আজিজুর রহমান দুলালঃ “মুজিব বর্ষের উদ্দীপন, আনসার ভিডিপি আছে সারাক্ষণ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ৩ মে রোজ রবিবার সকাল ১১টার সময় আলফাডাঙ্গা এ জেড মহিলা উচ্চ বিদ্যালয়ের মাঠে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসএর প্রাদুর্ভাব জনিত কারনে আলফাডাঙ্গায় প্রায় ৮০০০ আনসার ভিডিপি সদস্যদের মধ্যে ৩০০জন দুঃস্থ ভিডিপি সদস্যদের মধ্যে ৫কজি চাউল,২কেজি আলু,১কেজি ডাউল,১লিটার তেল,১কেজি পেঁয়াজ,১টি সাবান,এবং একটি মাস্ক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলার সুযোগ্য উপজেলা চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান জাহিদ, উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মোঃ রাশেদুর রহমান, আনসার ভিডিপির জেলা কমান্ডার মোঃ সেলিমুজ্জামান,মোঃ রাজিবুল ইসলাম উপজেলা প্রশিক্ষক সদর, আমিরুল ইসলাম উপজেলা প্রশিক্ষক, মোঃ ইদ্রিস পৌরসভা আনসার কমান্ডার, আব্দূর রহমান উপজেলা সহকারী কোম্পানি কমান্ডার।