আজিজুর রহমান দুলালঃ “চতুর্থ শিল্প বিল্পবের চ্যালেঞ্জ মোকাবেলায় উৎপাদনশীলতা” এ পতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় রবিবার(২ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি শেষে মিনি সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ আলোচনা সভায় বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস, ভেটেরিনারি সার্জন শওকত আলী, সমাজ সেবা অফিসার বজলুর রশীদ,যুব কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন, আলফাডাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর কবির।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা শেখ লিটন,তথ্যসেবা কর্মকর্তা মোসাঃ ইনুফা আক্তার রিনাসহ উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা।
সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস বলেন, টেকসই প্রবৃদ্ধির জন্য উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে আমাদের সকলকে একযোগে নিষ্ঠা ও সততার সাথে কাজ করতে হবে।