আজিজুর রহমান দুলালঃ ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ জাতীয় মৎস্য সপ্তাহের এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় ২৮ অগাস্ট থেকে ৩ সেপ্টেম্বর (৭দিন) জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে শনিবার (২৮ আগষ্ট) সকাল ১১টায় স্বাস্থ্যবিধি মেনে মৎস্য অফিসারের সভা কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ জাতীয় মৎস্য সপ্তাহের প্রথম দিনে তিনি ২৮ আগষ্ট থেকে ৩ সেপ্টেম্বর (৭দিন) পর্যন্ত বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন।
এবং সকল সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করেন।
উল্লেখ্য এসময় মৎস কর্মকর্তা আরও বলেন, দেশীয় মাছ রক্ষা করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে, নদী-নালা,খাল-বিল, হাওর- বাওড়, মিলে প্রায় ২৬০ প্রজাতির দেশীয় মিঠা পানির মাছ পাওয়া যায়। এ মাছ রক্ষা করতে, চায়না জাল,ভেশাল, কারেন্ট, মশারী জাল ব্যবহার পরিহার করতে হবে। কোথাও এ ধরনের জাল ব্যবহার করলে তাৎক্ষণিক আমাদের জানাবেন। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন।