আজিজুর রহমান দুলাল, ফরিদপুর থেকেঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় ইউপি চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে ৫৯ বছরের এক শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধকে ত্রাণ না দিয়ে গালিগালাজ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ব্যক্তি চেয়ারম্যান, মেম্বারসহ তিনজনের বিরুদ্ধে ইউএনওর কাছে লিখিত অভিযোগ এবং ৪মে রোজ সোমবার সকাল ১১টায় আলফাডাঙ্গা প্রেস ক্লাবে সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেছেন।
সরকারি বিভিন্ন সুবিধা কার্ড পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যের কাছে বারবার গিয়েও সহযোগিতা পাননি। তারা ওই প্রতিবন্ধীকে কোনো সুবিধা দেবে না জানিয়ে অকথ্য গালিগালাজ করে তাড়িয়ে দেন। সর্বশেষ গত ২৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় ইউপি সদস্য গোলাম হোসেন তাকে মারপিট করবে বলে জনসম্মুখে ঘোষণা দেয় এবং মারার জন্য চেষ্টা করে।তারা মিয়া বলেন, আমি এবং আমার পরিবার এ পর্যন্ত সরকারি কোনো সহয়তা পাইনি। বারবার ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারের নিকট বিষয়টি বলার পরেও কাজ হয়নি। অবশেষে পেটের জ্বালায় গত বুধবার সরকারি হটলাইন ‘৩৩৩’ নাম্বারে ফোন দিলে ইউএনও ডেকে আমাকে খাদ্য সহয়তা করেন।
তিনি বলেন, ‘আমি চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে ইউএনও’র নিকট অভিযোগ করেছি বলে তারা আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে এবং বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’