আজিজুর রহমান দুলালঃ ২০ জুন (রবিবার) সকাল ১০ টায় সারাদেশে ২য় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ৫৩৩৪০ টি চাবিসহ গৃহ প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেছেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় ২৮০টি উপকার ভোগীদের হাতে ঘরের দলিল হস্তান্তর করেন।
আলফাডাঙ্গা উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফরিদপুর ১, (আলফাডাঙ্গা,বোয়ালমারী, মধুখালী) আসনের সংসদ সদস্য মনজুর হোসেন বুলবুল আনুষ্ঠানিক ভাবে উপকার ভোগীদের হাতে ঘরের দলিল হস্তান্তর করেন।এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এ,ক,এম জাহিদুল হাসান জাহিদ, পৌর মেয়র সাইফুর রহমান সাইফার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন,
প্রেসক্লাবের সভাপতি এনায়েত ফকির, সাধারণত সম্পাদক আলমগীর কবির, টগরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেনসহ ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান,মেম্বার উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক,শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ গৃহহীন পরিবারের সদস্যগণ উপস্থিত রয়েছেন।