ফরিদপুর জেলা প্রতিনিধিঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় চাঁদাবাজি করার দায়ে ৪ জনের নামে মামলা করেছে ভুক্তভোগী পরিবার। এরা হলেন বোয়ালমারী উপজেলার দেউলী গ্রামের আরিফুজ্জামান চাকলাদার(৪১) অন্যজন বোয়ালমারী উপজেলার কলিমাঝি গ্রামের লায়েকুজ্জামান (৫০) এবং অজ্ঞাত নামা আরো দুই কথিত সাংবাদিক।
১৯ আগষ্ট বৃহস্পতিবার দুপুরের দিকে আলফাডাঙ্গা বাজার চৌরাস্তা থেকে মামলার এজাহারভুক্ত প্রধান আসামি আরিফুজ্জামান চাকলাদার ওরফে আপেলকে গ্রেপ্তার করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ। সে বোয়ালমারী উপজেলার দেউলী গ্রামের আঃ কাদের চাকলাদারের ছেলে বলে জানা যায়।
মামলা সূত্রে জানা যায়, ১৩ই আগস্ট সন্ধ্যার সময় আরিফুজ্জামান চাকলাদার ও মো. লায়েকুজ্জামানসহ অজ্ঞাত আরো দুই জন মো. বিল্লাল সরদারের ফুফা আরব আলীর বাড়িতে যান। এ সময় মোটর সাইকেলের শব্দ শুনে বিল্লাল বাইরে আসলে আরিফুজ্জামান চাকলাদার ও মো. লায়েকুজ্জামান নিজেদের সাংবাদিক বলে পরিচয় দেয়।
তারা বিল্লালকে বলে- আরব আলী জুয়া খেলতে গিয়ে পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছে, আমাদেরকে টাকা পয়সা দিলে পত্রিকায় সংবাদ ছাপানো থেকে বিরত থাকবো। এক পর্যায়ে তারা ২০ হাজার টাকার চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার জানালে বিল্লালকে প্রাণে মেরে ফেলার হুমকী দেয়। বাকবিতন্ডার এক পর্যায়ে লোকজন জড়ো হলে আরিফুজ্জামান চাকলাদার ও মো. লায়েকুজ্জামান সহ আরও দুই সাংবাদিক দ্রুত ঘটনা স্হান ত্যাগ করে।
দরখাস্ত সুত্রে জানা যায়, বুড়াইচ গ্রামের মো. বিল্লাল শেখ পিতাঃমু নজুর সরদার আরিফুজ্জামান চাকলাদার,ও লায়েকুজ্জামান এবং আরও অজ্ঞাত দুইজনকে আসামি করে আলফাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১১।
এ ব্যাপারে আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ বলেন, এরা সাংবাদিক পরিচয় দিয়ে মানুষকে জিম্মি করে চাঁদা নিয়ে থাকে এদের ব্যাপারে অনেক অভিযোগ পেয়েছি। সাংবাদিকতা একটি মহৎ পেশা আর এ পেশার পরিচয় দিয়ে এরা মানুষকে জিম্মি করে চাঁদা নিয়ে থাকে। এদের গ্রেফতারে জনমনে স্বস্তির নিঃশ্বাস এসেছে এবং বাজারে বাজারে মিষ্টি বিতরণ করা হচ্ছে।
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান জানান, চাঁদাদাবির অভিযোগের ভিত্তিতে, সত্যতা প্রমাণিত হওয়ায় আরিফুজ্জামান চাকলাদারকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হবে। তার আরেক সহযোগী
লায়েকুজ্জামানকে আটকের চেষ্টা চলছে। তাদের স্বীকার উক্তির ভিত্তিতে অজ্ঞাত দুইজনকে গ্রেফতার করা হবে।