ফরিদপুর জেলা প্রতিনিধিঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানায় ভাংয়ের গাছসহ মো.রাজু মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ।
রোববার (২৭জুন) বেলা ৩ঃ৪৫ টার দিকে আসামীর নিজ বাড়ি বাঁকাইল মাদ্রাসার নিকট থেকে নিজ হাতে গাছ তুলে দেন। এবং এস আই নজরুল ইসলাম মুন্সি গ্রফতার করে থানায় নিয়ে আসেন।
থানার সুত্রে জানা যায়, একটি গাঁজার গাছ (অনুমান দেড় ফুট লম্বা) সহ আসামি মোঃ রাজু মিয়া (৫৫) পিতা মৃত মোঃ নান্নু মিয়া,ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বাঁকাইল গ্রামের বাসিন্দা। থানার এস আই নজরুল ইসলাম মুন্সি সঙ্গীয় ফোর্সসহ আসামির নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.ওয়াহিদুজ্জামান জানান, ভাংয়ের গাছ সহ এক ব্যাক্তিকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।