আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় ধর্ষণের অভিযোগে হারুন শেখ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ভোরে বিশেষ অভিযানে বোয়ালমারী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি উপজেলার বুড়াইচ
ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে। মামলার সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় অষ্টম শ্রেনীর ওই ছাত্রী লেখাপড়া করার সময় একই গ্রামের কামাল শেখের ছেলে হারুন শেখ কৌশলে ঘরে প্রবেশ করে ভয় দেখিয়ে জোর করে ধর্ষণ করে। এ ছাড়া ওই নারীর অশ্লীল ছবি মোবাইলে ধারণ করে,বাজারে ছেড়ে দেওয়ার ভয় দেখায়। এরপর ওই ভূক্তভোগীর পরিবার থানায় গিয়ে মামলা করলে পুলিশ হারুন শেখকে আটক করে।
ওসি রেজাউল করিম জানান, ধর্ষণ মামলায় হারুন শেখকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে ওই কিশোরীকে স্বাস্থ্য পরিক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।