আজিজুর রহমান দুলালঃ “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি – শৃঙ্খলা সর্বত্র”এই পতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা কমিউনিটি পুলিশিং ডে- ২০২২ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় আলফাডাঙ্গা থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে- ২০২২ উদযাপন উপলক্ষে, কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি সাবেক অধ্যক্ষ মনিরুল হক সিকদারের সভাপতিত্বে,প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর কবিরের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালি উপজেলার সার্কেল অফিসার সুমন কর।
এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো আবু তাহের, আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলিম সোজা, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সিদ্দিকুর রহমান, যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপন,প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন, যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, সাংবাদিক কবির হোসেন, পৌর কমিশনার সাবেক ছাত্র লীগের সভাপতি মিজানুর রহমান, বেজিডাঙ্গা হাইস্কুলের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মাসুদ, আলফাডাঙ্গা হাইস্কুলের শিক্ষক আবুল বাসারসহ অনেকে।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, গ্রাম পুলিশসহ উপজেলার বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা অপরাধ নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং নির্মূলকরণ, ইভটিজিং পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেতনতামূলক কার্যক্রম, মাদক বিরোধী অভিযানের কথা তুলে ধরেন এবং স্কুল কলেজের ছুটির আগে পরে টহল দেওয়ার জন্য সকলে নবনিযুক্ত অফিসার ইনচার্জ মোঃ আবু তাহেরকে অবহিত করা হয়।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, থানায় টাউট-বাটপার আর দালালদের স্থান নেই। থানায় সাধারণ মানুষের সেবা প্রাপ্তি নিশ্চিত করা হয়েছে। থানায় জিডি করতে কোনো ধরনের টাকা-পয়সা লাগবেনা। মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা দেশ এবং জাতির শত্রু। তাদের কোনো প্রকারে ছাড় দেওয়া হবে না।