আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বিশিষ্ট রাজনীতিবিদ বারবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং আলফাডাঙ্গা আরিফুজ্জামান পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারেজ উদ্দীন আহমেদ গত ৩১ জানুয়ারী রাত ২ টায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তারই মৃত্যুতে আজ শুক্রবার (১১ই ফেব্রুয়ারী) বাদ জুম্মা আওয়ামী পরিবার অফিসে এক আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
কুয়েতি আকরামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান বর্তমান জেলা আওয়ামী লীগের সদস্য বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম এম জালালউদ্দিন আহম্মেদ।
এ সময় হারেজ উদ্দিন আহমেদ এর স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান খান বিলায়েত হোসেন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান,হারেজ উদ্দিন সারের বড় জামাতা একরামুল হোসেন টিপু,যুব নেতা মঞ্জুর আহমেদ, হারেজ উদ্দিন সারের বড় ছেলে ডাঃ মাহামুদুল হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক তুখোড় ছাত্র নেতা আলফাডাঙ্গার গর্ব বকুল মুন্সী। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন জামে মসজিদের পেশ ইমাম কুতুবউদ্দিন আহমেদ। এ অনুষ্ঠানটি পরিচালনা করেন এ কে এম নজরুল ইসলাম।