আজিজুর রহমান দুলালঃ ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উপলক্ষে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের
আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ফেব্রুয়ারি) আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের অফিসে সকাল ১০টায় এ সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন , আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রউফ তালুকদার,আশরাফউদ্দিন তারা,ইকবাল হাসান চুন্নু, দপ্তর সম্পাদক সেলিম রেজা, পৌর মেয়র সাইফুর রহমান সাইফার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত ফকির, ইউনিয়ন এবং ওয়াড আওয়ামী লীগের সভাপতি, সম্পাদকসহ অন্যান্য নেত্রীবৃন্দ।বক্তারা সর্বস্তরে মাতৃভাষা প্রচলনের ব্যাপারে তাদের বক্তব্যে গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানটি পরিচালনা
করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলিম সোজা।