আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।
এ উপলক্ষে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। অফিসের সামনে থেকে র্যালিটি বের হয়ে বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে আবার অফিসের সামনে এসে শেষ হয়।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আঃ রউফ তালুকদার এর সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলিম সোজার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান সাইফার,জেলা আওয়ামী লীগের সদস্য পাচুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ উদ্দিন তারা, ইকবাল হাসান চুন্নু, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা আরও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, অঙ্গ, সহযোগী সংগঠন, বীর মুক্তিযোদ্ধা ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক প্রমুখ।
আলোচনা সভা শেষে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২০ পাউন্ডের কেক কাটা হয়।