আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠ নির্বাচনের দাবিতে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১০ আগষ্ট সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম সুজার পরিচালনায় এসময় বক্তব্য প্রদান করেন পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র সাইফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রউফ তালুকদার, আশারাফউদ্দিন তারা, ইকবাল হোসেন চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আতাউর রহমান সাইক্লোন, সাবেক ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, আলফাডাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুল, গোপালপুর ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, টগরবন্দ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মিয়া আসাদুজ্জামান, দপ্তর সম্পাদক সেলিম রেজা, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলিমুজ্জামান বাবু শিকদার,উপজেলা যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপন ও উপজেলা স্বেচ্ছাসেবলীগের সভাপতি ফকির এনায়েত হোসেন প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন বলেন, ‘ফরিদপুরসহ সারাদেশে যে ধ্বংসযজ্ঞ হয়েছে মুক্তিযুদ্ধের পর এতো ধ্বংসযজ্ঞ আর দেশবাসী দেখেনি। আমরা আওয়ামী লীগ এসব ধ্বংসযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সারাদেশের বিভিন্ন শেণি পেশার মানুষ আজ আতঙ্কিত। আমি আলফাডাঙ্গাবাসীকে অনুরোধ করব, আপনারা নিজ নিজ স্থান থেকে এই হামলা ও ধ্বংসযজ্ঞ প্রতিহত করবেন।’
পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর পৌর মেয়র সাইফুর রহমান বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। আমরা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ রয়েছি। আমাদের প্রিয় নেত্রীকে ফিরিয়ে আনার জন্য আমরা লড়াই চালিয়ে যাব। একই সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে দাবি থাকবে ৫ আগস্টের পর থেকে ফরিদপুরসহ সারাদেশে যে ধ্বংসযজ্ঞ হয়েছে তার সঠিক তদন্দের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে।’
এসময় আগামী সোমবার উপজেলা আওয়ামী লীগ ও পৌরসভা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ব্যানারে একটি বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা করেন।