আজিজুর রহমান দুলালঃ “শ্রমিক মালিক ঐক্য গড়ি,সোনার বাংলা গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে ধারণ করে ঐতিহাসিক মহান মে দিবস ও শ্রমিক সংহতি দিবস উপলক্ষে ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় জাতীয় শ্রমিকলীগের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা শ্রমিক লীগের আয়োজনে আলফাডাঙ্গা দলীয় কার্যালয়ে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি আলফাডাঙ্গা কলেজ রোড় প্রদক্ষিণ শেষে দলীয় অফিসে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা ফরিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম শেখ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সোজা, সহ-সভাপতি আব্দুর রউফ তালুকদার, উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক প্রমূখ।অনুষ্ঠান পরিচালনা করেন যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম।