আজিজুর রহমান দুলালঃ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জুন) সকালে উপজেলা মিনি কার্যালয়ের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাক্তার নাজমুল হাসানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক। আরও উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ আবু তাহের, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, প্রাথমিক শিক্ষা অফিসার প্রীতি কনা বিশ্বাস,জামে মসজিদের ইমাম কুতুবউদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সাধারন আলমগীর কবিরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজনে ও জাতীয় পুষ্টিসেবার বাস্তবায়নে সভায় স্বাস্থ্য বিভাগসহ উপজেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
সভায় উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাক্তার নাজমুল হাসান জানান, অপুষ্টিজনিত অন্ধত্ব দূর করতে এবং শিশুমৃত্যু প্রতিরোধে শিশুকে ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।প্রতি বছর দুইবার বিরতিহীনভাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলবে।