আজিজুর রহমান (আলফাডাঙ্গা) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় দিন-দুপুরে ব্যবসায়ীর ১১ লাখ টাকা ছিনতাই হয়েছে। ছিনতাইকারী আলফাডাঙ্গা থেকে গোপালপুর যাওয়ার পথে মো.মিন্টু শেখ (৩২) নামের বিকাশ এজেন্ট এর ওই টাকা ছিনিয়ে নেয়। আলফাডাঙ্গা থেকে গোপালপুর যাওয়ার পথে হাওড়ের বিরিজের নিকট থেকে গতকাল দুপুরে এ ঘটনা ঘটে।
বিকাশ ডিসটিবিউটর ( D.S.O) মো. মিন্টু শেখ বোয়ালমারী ইসলামি ব্যাংক থেকে ১২ লক্ষ টাকা তুলে আলফাডাঙ্গা বাজারে ১ লক্ষ টাকা দিয়ে গোপালপুর যাওয়ার পথে পিছন থেকে আসা FZ মোটর সাইকেলে (নম্বর প্লেট ছাড়া ) ৪ জন মিন্টু শেখ (TVS) মোটরসাইকেল চালন্ত অবস্থায় হাতুড়ি দিয়ে আঘাত করে রাস্তার পাশ্বে খাদে ফেলে দিয়ে টাকার ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায়। বিকাশ এজেন্ট কর্মী মিন্টুর চিৎকার শুনে লোকজন এসে তাকে উদ্ধার করে।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওয়াহিদুজ্জামান জানান,এখন পর্যন্ত মামলা হয় নাই, মামলা হলে আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে।