আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে শুক্রবার বিকাল ৪ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭)-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ০১ আসনের এমপি মনজুর হোসেন বুলবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ, পৌর সভার মেয়র আলী আকসাদ ঝন্টু,সহকারী কমিশনার (ভূমি)রজত বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন,আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সোজা, পৌর সভার সাবেক মেয়র সাইফুর রহমান সাইফার,যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপন প্রমূখ।
ফাইনাল খেলায় বানা ইউনিয়ন একাদশ ০১ গোলে বুড়াইচ ইউনিয়ন একাদশকে হারিয়ে শিরোপা জিতে চ্যাম্পিয়ন হয়েছে।
খেলা শেষে চ্যাম্পিয়ন বানা ইউনিয়ন একাদশের হাতে শিরোপা তুলে দেন।