
আজিজুর রহমান দুলালঃ একদিনে একই ক্লিনিকে এক ঘন্টার ব্যবধানে দুই মহিলার গর্ভে পাঁচ সন্তানের জন্ম দিলেন ইয়াসমিন ওপলি বেগম।
সোমবার (২১ অক্টোবর) বিকাল ৩টা হেলেঞ্চা গ্রামের বাকীয়ার হোসেনের স্ত্রী ৩ সন্তানের জননী ইয়াসমিন বেগম (২৭) একই সাথে তিন কন্যা সন্তানের জন্ম হওয়ায় পরিবারের সবাই খুব খুশি।
এবং এক ঘন্টার ব্যবধানে বিকাল ৪ টায় বোয়ালমারী উপজেলার শেখপুর গ্রামের বিপ্লব মোল্লার স্ত্রী পারভীন বেগম পলি (২০) ১ ছেলে ও ১ মেয়ে (জমজ) সন্তানের জন্ম দিয়েছেন। তিন এবং দুই সন্তানের মা, ছেলে মেয়ে সবাই সুস্থ আছে বলে ক্লিনিক মালিক হারুনুর রশিদ। ঘটনাটি ঘটে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা কলেজ রোডে নাজমা মেডিকেয়ার প্রাইভেট ক্লিনিকে।
ক্লিনিক মালিক হারু্নুর রশিদ জানান, ইয়াসমীন বেগমের ৩ সন্তান অস্ত্রোপচার ছাড়াই ডাঃ লিয়া ও সেবিকা সাবিনা ইয়াসমিন বন্যার তত্ত্বাবধানে নরমাল ডেলিভারীর মাধ্যমে জন্ম হয়। ঐ ক্লিনিকের সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম জানান মা শিশু উভয়ই সুস্থ আছেন।