আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা সদরে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার,ফার্মাসি এবং বেকারিতে অভিযান চালিয়ে ১লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৪ আগষ্ট ) দুপুরে উপজেলা সদরে ফরিদপুর জেলা সিভিল সার্জন, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক ও ফার্মেসিতে অনিয়ম ও জনস্বার্থ রক্ষায় ভ্রাম্যমান আদলত পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব রফিকুল হক ও উপজেলা সহকারী কমিশনার ভূমি রজত বিশ্বাস। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তা করেন আলফাডাঙ্গা থানা পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারগণ।
এ সময় লাইসেন্স না থাকা ও নবায়ন না করা,
অননুমোদিতভাবে ঝুঁকি নিয়ে এক্স রে মেশিন পরিচালনা করা সি ক্যাটাগরির লাইসেন্স নিয়ে বি ক্যাটাগরি কার্যক্রম পরিচালনা করা, প্রয়োজনীয় ডাক্তার, নার্স ও মেডিকেল টেকনোলিজিস্ট না রেখেই ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক পরিচালনা করা,ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি অর্থ গ্রহন করা, ফার্মেসিতে লাইসেন্স ও রেজিস্টার্ড ফার্মাসিস্ট না থাকা প্রভৃতি কারনে ভোক্তা স্বার্থ রক্ষায় পাঁচটি ডায়াগনস্টিক সেন্টার/ ক্লিনিক ও দুটি ফার্মেসি এবং একটি বেকারি মোট ১লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এছড়া দুটি ডায়াগনস্টিক সেন্টারের এক্সরে রুম ও অপারেশন থিয়েটার এবং দুটি ফার্মেসিকে সাময়িকভাবে বন্ধ করা হয়।
একই দিনে উপজেলা রোডে মায়ের দোয়া বেকারিতে বিকাল সোয়া ৫টায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রজত বিশ্বাস।
উপজেলা সহকারী কমিশনার ভূমি রজত বিশ্বাস বলেন,বেকারিটিতে নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং রুটি, কেকসহ উৎপাদিত পণ্যে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।