আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গায়, বোয়ালমারী, মধুখালি (ফরিদপুর -১) আসনে অবহেলিত জনগণের সার্বিক উন্নয়নে কাজ করার লক্ষ্যে জনগণের পাশে দাঁড়াতে আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি ও বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান হোমিও রত্ন ডাঃ দিলিপ কুমার রায়,আলফাডাঙ্গা প্রেসক্লাবে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা করেছেন।
বুধবার (৫ জুলাই ) সকাল ৫ টায় আলফাডাঙ্গা প্রেসক্লাবে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান হোমিও রত্ন ডাঃ দিলিপ কুমার রায়, নিজের ব্যক্তিগত উদ্যোগে আলফাডাঙ্গা প্রেসক্লাবে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা করেন।
আলফাডাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি খান আসাদুজ্জামান (টুনুর) সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আলমগীর কবিরের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হোমিও রত্ন ডাঃ দিলিপ কুমার রায়। এ সময় তার সফর সঙ্গী হিসাবে ছিলেম,ডাঃ সমীর কুমার বালা ভাইস প্রিন্সিপাল আলফাডাঙ্গা হোমিওপ্যাথি কলেজ।
এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য সৈয়দ আমিনুর রহমান (আচ্ছু),মিঠু মোল্লা, বোয়ালমারী মটর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক।
মতবিনিময় সভায় হোমিও রত্ন ডাঃ দিলিপ কুমার রায় সাংবাদিকদের বলেন,আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ১ আসন থেকে নিজেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে ঘোষনা দেন। এসময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। তিনি বলেন, আমি ৫০বছর আওয়ামী লীগের রাজনিতির সাথে জড়িত আছি। তিনি আরো বলেন কে মনোনয়ন পাবে সেটা বড় কথা নয়, বরং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কি ভাবে আওয়ামীলীগকে আবারো ক্ষমতায় আনা যায় সেটাই মুল লক্ষ। এ জন্য আমি কাজ করে যাচ্ছি। আমি জনগনের সেবা করতে চাই। আমি জনগনের সেবক হতে চাই মাত্র। আমাকে দল মনোনয়ন দিলে আমি এ আসনটি আওয়ামীলীগকে উপহার দিতে পারবো।