আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা আরিফুজ্জামান পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে দীর্ঘদিন পর আবারও ফুটবল উন্মাদনায় মাতছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এ খেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার। সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস। আজ ছিল ১ম পর্বের শেষ খেলা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, পৌর সভার মেয়র আলী আকসাদ ঝন্টু,থানা অফিসার ইনচার্জ ওসি হাবিল হোসেন, সাবেক মেয়ের সাইফুর রহমান সাইফার,বোয়ালমারী উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপন,আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক আজাদুল ইসলাম, টগবগ বন্দ ইউনিয়ন চেয়ারম্যান মাষ্টার আসাদুজ্জামান, গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান খান সাইফুল ইসলামসহ বোয়ালমারী এবং সদরপুর উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুর ২.৩০টার সময় সদরপুর উপজেলা একাদশ বনাম বোয়ালমারী উপজেলা একাদশ এর মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে দর্শকদের জন্য বিনামূল্যে র্যাফেল ড্র এবং ১০ টি আকর্ষণীয় পুরস্কার প্রথম পুরস্কার হিসেবে থাকবে ১ টি আকর্ষনীয় স্মার্টফোন। টাইব্রেকারে মাধ্যমে বোয়ালমারী উপজেলা একাদশ জয়ী হয়।