
আজিজুর রহমান দুলালঃ ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েল বাহিনী কর্তৃক বর্বরোচিত হামলা ও নৃশংসতার হত্যার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসেবে সোমবার (৭ এপ্রিল) বিকাল ৫টায় ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় একযোগে বৈশ্বিক হরতাল পালনে শামিল হয়েছেন বিভিন্ন সংগঠন, বাজার ব্যবসায়ী ও এলাকার সর্বস্তরের জনসাধারণ। আজকের এই গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিভিন্ন সংগঠন ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও তাদের নিজেদের ফেসবুক পোস্টে এই দিনটি পালনের জন্য আহ্বান জানান। আলফাডাঙ্গায় বিভিন্ন ইসলামী সংগঠন ও ফিলিস্তিনি মুক্তিকামী মুসলিম জনতার উদ্যোগে বিকাল ৫টায় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে আলফাডাঙ্গা বাজার চৌরাস্তায় এসে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সমাবেশ। এ সময় উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিভিন্ন ইসলামি দলের নেতাকর্মী, শিক্ষার্থী, সুশীল সমাজ, সামাজিক সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা জনসাধারণ এ বিক্ষোভ মিছিলে যোগদেন। সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিন মুসলমানদের আত্মার অংশ। সেখানে চলমান হামলা শুধু একটি অঞ্চলের নয়, সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত। এই অমানবিকতা বন্ধে বিশ্ব নেতাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। তারা আরও বলেন, মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন আল-আকসা মসজিদ আজ ভয়াবহ আগ্রাসনের শিকার। ধর্মীয় গুরুত্বপূর্ণ এই স্থানকে ঘিরে ইসরাইলি বাহিনীর বর্বরতা মানবতাবিরোধী অপরাধ। অবিলম্বে এই গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর হস্তক্ষেপ দাবি করেন তারা।