আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় কৃষক মাঠ দিবস পালিত হয়। এ উপলক্ষে ৮ নভেম্বর বুধবার সকালে আলফাডাঙ্গা পৌরসভার মিঠাপুর চরপাড়া গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে স্থানীয় কৃষক-কৃষাণী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২০২৩-২৪ অর্থ বছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান,গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (শস্য) মো.রইজ উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তুষার সাহা ও অতিরিক্ত কৃষি অফিসার সুদীপ বিশ্বাস।
সহকারী কৃষি কর্মকর্তা নাহিদ আলী মীরের পরিচালনায় এসময় আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর কবীর ও সমকাল প্রতিনিধি মো.ইকবাল হোসেন এবং উপজেলার সকল সহকারী কৃষি অফিসারসহ এলাকার অর্ধশতাধিক কৃষাণ-কৃষাণী উপস্থিত ছিলেন।