আজিজুর রহমানঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় কাল বৈশাখী ঝড়ের সময় গাছের মরা মোটা ডাল ভেঙ্গে মাথার উপর পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকালে চা বিক্রি করে বাড়ি ফেরার সময় পৌরসভার ৩ নম্বর ওয়াডের বাঁকাইল গ্রামে আস্তানার নিকট মসজিদ সংলগ্ন এসে পৌঁছালে গাছ চাপায় আশরাফুজ্জামান (১৪) নামে এক কিশোরের নির্মম ভাবে নিহত হয়েছে।(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
এ সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক নিহতের বাড়িতে এসে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে তাৎক্ষণিকভাবে কিছু আর্থিক সাহায্য প্রদান করেন।
Drop your comments: