আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সাব-রেজিস্ট্রার অফিস সংলগ্ন এক কম্পিউটারের দোকানে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে আলফাডাঙ্গা কলেজ রোডে সাব-রেজিস্টার অফিস সংলগ্ন মোঃ মিলন মোল্যার ফ্রেন্ডস কম্পিউটার এন্ড ফটোকপি নামের দোকানে চুরি হয়।
জানা যায়, কম্পিউটারের দোকানটির সাটারের তালা ভেঙে দোকানের ভিতরে প্রবেশ করে ঘরে থাকা ফটোস্ট্যাট মেশিন,দুইটা প্রিনটার,১টা নেমি নেটিং, ১টা ইস্কানার মেশিন, দুইটা কম্পিউটার,
চুরি করে নিয়ে যায়।
ফ্রেন্ডস কম্পিউটার এন্ড ফটোকপি স্বত্তাধীকারি মোঃ মিলন মোল্যা জানান, অন্যান্য দিনের ন্যায় শনিবার রাতেও সে খুব ভালো ভাবে চেক করে দোকান বন্ধ করে বাড়ী যায়।
আজ রোববার সকালে দোকানে এসে দেখতে পায় দোকানের তালা ভাঙা এবং
দোকান থাকা ফটোস্ট্যাট মেশিন,দুইটা প্রিনটার,১টা নেমি নেটিং, ১টা ইস্কানার মেশিন, দুইটা কম্পিউটার, নেই।
বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে বলে জানান।