নকল, ভেজাল, রেজিস্টেশন বিহীন ও মেয়াদ উর্ত্তীণ ঔষুধ, রেজিস্ট্রার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক বিক্রয় প্রতিরোধ এবং ঔষুধ ও কসমেটিকস্ আইন-২০২৩ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা কলেজ রোড নাজমা মেডিকেয়ার প্রাইভেট হাসপাতালের তৃতীয় তলা সভা কক্ষে ফরিদপুর ঔষুধ প্রশাসন অধিদপ্তরের আয়োজনে ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশ কেমিস্টি এন্ড ড্রাগিস্ট সমিতির সার্বিক সহযোগীতায় এ অবহিতকরণ সভায় নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করে ফরিদপুর জেলা ঔষুধ প্রশাসনের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম মোল্লা।
এসময় বাংলাদেশ কেমিস্টি এন্ড ড্রাগিস্ট সমিতির আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক ওহিদুর রহমান ওরফে রাজীব ভূইয়াসহ উপজেলা ঔষুধ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
অবহিতকরণ সভায় ফরিদপুর জেলা ঔষুধ প্রশাসনের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম মোল্লা বলেন, সকল ঔষুধ ব্যবসায়ীকে সরকারি আইন মেনে ব্যবসা করতে হবে। ভেজাল ও মেয়াদ উর্ত্তীণ ঔষুধের বিষয়ে কঠর হুসিয়ারী করেন তিনি। সরকারি ঔষুধ প্রশাসরেন আইন মেনে ঔষুধ ব্যবসা না করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা বলে জানান। তিনি সকল ঔষুধ ব্যবসায়ীদের কাছে সার্বিক সহযোগীতা কামনা করেন।