আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় গত ২০ (জানুয়ারি) বুধবার বিকাল ৩টায় পৌরসভার কুসুমদি গ্রামের দক্ষিন পাড়া নিবাসী মাসুদ মোল্যার বাড়ী আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
লোকজন মারফত জানা যায়, মাসুদ মোল্যা এলাকার একটা মসজিদের ইমামতি করে জীবিকা নির্বাহ করতেন। বাড়িতে একটা দোতলা কাঠের ঘর ছিল। অনেক কষ্ট করে বাড়িটি নির্মান করেছিল। কিছু বুঝে ওঠার আগেই মুহুর্তের মধ্যে সম্পূর্ণ ঘরটিতে আগুন ছড়িয়ে পড়ে।মাসুদ মোল্যার পরিবার দবি করেন প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বোয়ালমারী উপজেলার ফায়ার সার্ভিস এসে পৌছানোর আগেই বাড়ির সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের দায়িত্বে থাকা ওহিদুজ্জামান খান জানান,গ্যাস সিলিন্ডা বিস্ফোরণের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে বলে ধারনা করেন।
Drop your comments: