আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা গোপালপুর ইউনিয়নের মানিকতলা (বটতলা) বাজারে রবিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটা দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে।
এ সময় দোকানগুলোতে থাকা মূল্যবান মালামাল পুড়ে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ১ঘন্টা পর ঘটনাস্থলে এসে স্হানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।আলফাডাঙ্গা পল্লী বিদুৎ অফিসের এজি এম মিরাজ হোসেন বলেন,সংবাদ পাওয়ার সাথে সাথেই আমি বিদুৎ লাইন বন্ধ করে দিয়েছিলাম।
৩ অক্টোবর শনিবার দিনগত রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের মানিকতলা (বটতলা) বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ী দোকান মালিক কবির হোসের কুটে জানান , শনিবার দিবাগত রাত ১:৩০ মিনিটের সময় আগুনের সূত্রপাত হয়। তিনি আরো বলেন, কেবা কারা শত্রুতা মূলক আগুন ধরিয়ে দিয়েছে। এ সময় আগুনে কবির হোসেন কুটের ঘরে আবুলের চা এবং ইছানুরের সাইকেলের দোকান , দাউদের ঘরে সাইকেলের দোকান ,ইউনুস মিয়ার ঘরে জাহিদের মনিহারীসহ ৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।